দেবলগড় আনুলিয়া প্রত্নক্ষেত্র: হারানো এক রাজধানীর সন্ধানে
Author/Publisher : (Dr. Biswajit Roy / Beyond Horizon Publication)
About the Author
জন্ম ১৯৮২, নদিয়া জেলার রাণাঘাট। ইতিহাস–ভূগোলের সমন্বিত পাঠ ও ভূপ্রত্নতত্ত্বের মতো বিশেষায়িত শাস্ত্রে তিনি এক দশকেরও বেশি সময় ধরে নিবিড় গবেষণার মাধ্যমে নিজস্ব পরিচয় সৃষ্টি করেছেন। হারিয়ে যাওয়া প্রাচীন জলপথ, মাটির তলে চাপা পড়া মানবসভ্যতার নিদর্শন অনুসন্ধান ও বিশ্লেষণে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তাঁর বহু গবেষণা প্রবন্ধ এবং মৌলিক রচনা প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে ভোগবাদী দর্শন, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক মানুষ (২০১৪) উল্লেখযোগ্য। তিনি ‘বহুভাষ’ প্রবন্ধ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমানে Society for Heritage Archaeology and Management (SHAM)-এর ভূপ্রত্নতত্ত্ব বিভাগের কার্যনির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
0 Comments:
Post a Comment