বাঁকুড়া জেলার হেরিটেজ মন্দিরসমূহ
বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের মানচিত্রে আলাদা করে চোখে পড়ে। এই জেলার নাম উঠলেই প্রথমেই মনে আসে টেরাকোটা মন্দিরের কথা—লালচে পোড়ামাটির গায়ে খোদাই করা গল্প, বিশ্বাস আর ইতিহাস। বাংলার মল্ল রাজাদের হাত ধরেই এই শিল্পের বিকাশ ঘটে।
📍 নির্দেশিকা: নিচে বাঁকুড়া জেলার ৩টি মহকুমা অনুযায়ী মন্দিরগুলো সাজানো হয়েছে। বিস্তারিত দেখতে মন্দিরের নামের ওপর ক্লিক করুন।
১. বিষ্ণুপুর মহকুমা (Bishnupur)
🏛️ মল্লরাজ স্থাপত্য কেন্দ্র- ১) রাসমঞ্চ Historic
- ২) পঞ্চরত্ন শ্যামরায় মন্দির Terracotta
- ৩) জোড় বাংলা কেষ্টরায় মন্দির Heritage
- ৪) রাধাশ্যাম মন্দির Ancient
- ৫) মদনমোহন মন্দির Classic
- ৬) রাধাবিনোদ মন্দির Local
- ৭) শ্রীধর মন্দির, বসুপাড়া Special
- ৮) গোকুলচাঁদ মন্দির, গোকুলনগর Heritage
২. বাঁকুড়া সদর মহকুমা (Bankura Sadar)
🏛️ আঞ্চলিক ও লোকায়ত মন্দির- ১) শ্রীধর মন্দির, সোনামুখী Famous
- ২) স্বর্ণময়ী ও অন্যান্য মন্দির, সোনামুখী Local
- ৩) দামোদর মন্দির ও রাসমঞ্চ, হদল-নারায়ণপুর Heritage
- ৪) দামোদর মন্দির (মেজোতরফ), হদল-নারায়ণপুর Ancient
- ৫) নবরত্ন ও দামোদর মন্দির (ছোটতরফ) Classic
- ৬) শ্রীধর মন্দির, ভদ্রপাড়া (কোতুলপুর) Special
- ৭) গিরিগোবর্ধন মন্দির (কোতুলপুর) Unique
- ৮) রাধাকান্ত মন্দির, আকুই Local
৩. খাতড়া মহকুমা (Khatra)
🏛️ দক্ষিণ বাঁকুড়ার দেবালয়
© Loklogy Heritage Project | সূত্র: পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন
No comments:
Post a Comment