Saturday, 10 January 2026

rank 3

নদিয়া জেলার প্রাচীন মন্দিরসমূহ - Lalpecha
নদীয়া জেলার মন্দির

নদীয়া জেলার ঐতিহাসিক মন্দিরসমূহ

পশ্চিমবঙ্গের নদিয়া জেলা কেবল একটি প্রশাসনিক অঞ্চল নয়—এটি বাংলার ধর্মীয় ইতিহাসের এক জীবন্ত মানচিত্র। গঙ্গা, জলঙ্গি ও চূর্ণীর পলিমাটিতে গড়ে ওঠা এই জনপদ যুগ যুগ ধরে বৈষ্ণব ও শাক্ত সংস্কৃতির মিলনস্থল।

নবদ্বীপ ও মায়াপুর : বৈষ্ণব চেতনার বিশ্বকেন্দ্র

নদিয়ার ধর্মীয় ইতিহাসের কেন্দ্রে রয়েছে নবদ্বীপ। পঞ্চদশ শতকে এখানে জন্মগ্রহণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু।

১. কল্যাণী মহকুমা (Kalyani Subdivision)

🏛️ হেরিটেজ: 🛡️ ASI | 📜 WBHS | 🚩 Local

৩. কৃষ্ণনগর মহকুমা (Krishnanagar Subdivision)

🏛️ হেরিটেজ: 👑 Royal | 📜 Cultural | 🛡️ ASI
তথ্যসূত্র: নদিয়া জেলার গেজেটিয়ার ও স্থানীয় ইতিহাস সংরক্ষণ পর্ষদ।
© লালপেঁচা ডট ইন

No comments:

Post a Comment

demo

রাণাঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দির: লোকশ্রুতি বনাম ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় রাণা...