নদীয়া জেলার প্রাচীন মন্দির
A Complete Guide to Nadia's Religious Heritage
নদিয়া জেলা কেবল বাংলার একটি ভৌগোলিক অংশ নয়, এটি আধ্যাত্মিক চেতনার এক ঐতিহাসিক মিলনস্থল। গঙ্গা, জলঙ্গি আর চূর্ণীর পলিমাটিতে গড়ে ওঠা এই জনপদের পরতে পরতে লুকিয়ে আছে প্রাচীন উপাসনা কেন্দ্র। বৈষ্ণব ভক্তি আন্দোলন থেকে শুরু করে শাক্ত উপাসনা—নদিয়ার মন্দির স্থাপত্যে প্রতিটি যুগের ছাপ স্পষ্ট।
নবদ্বীপ ও মায়াপুর : বৈষ্ণব চেতনার বিশ্বকেন্দ্র
শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই ভূমি আজও বিশ্বজুড়ে মানুষের কাছে এক পবিত্র তীর্থ। নবদ্বীপের প্রাচীন মন্দিরগুলো কেবল উপাসনালয় নয়, এগুলো বাংলার সমাজ বিবর্তনের দলিল।
নিচের তালিকা থেকে মহকুমা ভিত্তিক মন্দিরগুলো দেখুন। বিস্তারিত তথ্যের জন্য মন্দিরের নামের ওপর ক্লিক করুন।
১. কল্যাণী মহকুমা
- ক) কল্যাণী রথতলার মন্দির Local
- খ) কুলিয়া পাটের মন্দির Religious
- গ) মদনগোপাল মন্দির, বিরহী Historical
- ঘ) পালপাড়ার মন্দির ASI PROTECTED
- ঙ) জগন্নাথ মন্দির, যশড়া
২. রানাঘাট মহকুমা
- ক) জোড়া শিব মন্দির, পাল চৌধুরী বাড়ি, রানাঘাট
- খ) সিদ্ধেশ্বরী ও নিস্তারিণী মন্দির, রানাঘাট
- গ) রানাঘাটের প্রাচীন মন্দিরসমূহ
- ঘ) কৃষ্ণ মন্দির, উলা, বীরনগর
- ঙ) রাজরাজেশ্বর শিব ও অন্যান্য মন্দির, শিবনিবাস State Protected
- চ) যুগলকিশোর মন্দির, আড়ংঘাটা
- ছ) চিন্ময়ী ও সিদ্ধেশ্বরী কালী মন্দির, রানাঘাট
- জ) শ্রীঅদ্বৈত পাট
- ঝ) রাধারমণ মন্দির, বড় গোস্বামী বাড়ি, শান্তিপুর
- ঞ) শ্যামচাঁদ মন্দির, শান্তিপুর
- ট) বংশীধারী মন্দির, কাঁসারি পাড়া, শান্তিপুর
- ঠ) অদ্বৈতপ্রভু ও গোকুলচাঁদ মন্দির, শান্তিপুর
- ড) জলেশ্বর শিব মন্দির, শান্তিপুর
- ঢ) কৃষ্ণরাই ও কেশবরাই মন্দির, পাগলা গোস্বামী বাড়ি
- ণ) মদন গোপাল জিউ মন্দির, শান্তিপুর
- ত) রাধাবল্লভ মন্দির, চাকফেরা
- থ) শ্যামসুন্দর জিউ মন্দির, বাঁশবুনিয়া
৩. কৃষ্ণনগর মহকুমা
- ক) আনন্দময়ী কালী মন্দির, কৃষ্ণনগর
- খ) কৃষ্ণনগর রাজবাড়ি ও মন্দির
- গ) বারোদোল মেলা ও মন্দির
- ঘ) রাঘবেশ্বর শিব মন্দির, দিগনগর ASI
- ঙ) হরিহর মন্দির, গঙ্গাবাস, আমঘাটা
- চ) কৃষ্ণরায় জিউ মন্দির, তেহট্ট
৪. তেহট্ট ও নাকাশিপাড়া অঞ্চল
No comments:
Post a Comment