Saturday, 10 January 2026

rak 2

নদীয়া জেলার প্রাচীন মন্দির

A Complete Guide to Nadia's Religious Heritage

নদিয়া জেলা কেবল বাংলার একটি ভৌগোলিক অংশ নয়, এটি আধ্যাত্মিক চেতনার এক ঐতিহাসিক মিলনস্থল। গঙ্গা, জলঙ্গি আর চূর্ণীর পলিমাটিতে গড়ে ওঠা এই জনপদের পরতে পরতে লুকিয়ে আছে প্রাচীন উপাসনা কেন্দ্র। বৈষ্ণব ভক্তি আন্দোলন থেকে শুরু করে শাক্ত উপাসনা—নদিয়ার মন্দির স্থাপত্যে প্রতিটি যুগের ছাপ স্পষ্ট।

নবদ্বীপ ও মায়াপুর : বৈষ্ণব চেতনার বিশ্বকেন্দ্র

শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই ভূমি আজও বিশ্বজুড়ে মানুষের কাছে এক পবিত্র তীর্থ। নবদ্বীপের প্রাচীন মন্দিরগুলো কেবল উপাসনালয় নয়, এগুলো বাংলার সমাজ বিবর্তনের দলিল।

নিচের তালিকা থেকে মহকুমা ভিত্তিক মন্দিরগুলো দেখুন। বিস্তারিত তথ্যের জন্য মন্দিরের নামের ওপর ক্লিক করুন।
১. কল্যাণী মহকুমা
Protection Status: ASI / WB Heritage / Local
২. রানাঘাট মহকুমা
Protection Status: State Protected & Religious Trust
৩. কৃষ্ণনগর মহকুমা
Protection Status: Royal Heritage / ASI
৪. তেহট্ট ও নাকাশিপাড়া অঞ্চল
Protection Status: Local Ancient Sites

No comments:

Post a Comment

demo

d